ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, মুদি ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, মুদি ব্যবসায়ী গ্রেফতার

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় ষষ্ঠ শ্রেনির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় অভিযুক্ত মুদি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩১ জানুয়ারি) সকালে মিহির শিকারীকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে ও নির্যাতনের স্বীকার স্কুল ছাত্রীকে মেডিক্যাল পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের বড়মগড়া গ্রামের ৬ষ্ঠ শ্রেনির এক স্কুল ছাত্রীকে আসা যাওয়ার পথে প্রেম নিবেদন করে আসছিল একই এলাকার নলিনী শিকারীর ছেলে মুদি ব্যবসায়ী মিহির শিকারী। পরে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। ওই স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করেন মিহির। স্কুল ছাত্রী বিয়ের জন্য মিহিরকে চাপ দিলে সে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়।  

এঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাসির অভিযান চালিয়ে অভিযুক্ত মিহিরকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।