ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রৌমারীতে ট্রাক্টরের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
রৌমারীতে ট্রাক্টরের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় নূরজাহান বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার বন্দবের ইউনিয়নের খনজনমারা গ্রামে এ ঘটনা ঘটে।

নূরজাহান উপজেলার ৩ নম্বর বন্দবের ইউনিয়নের ফলুয়ার চর গ্রামের নূর ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, নূরজাহান রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি বালুবোঝাই ট্রাক্টর ধাক্কা দিলে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনতাছির বিল্লাহ বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।