ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল এ অভিযান চালায়।

গ্রেফতাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা গ্রামের দুরুল হুদার ছেলে সারোয়ার জাহান (২৪) ও একই এলাকার সোনাপট্টির আনারুল ইসলামের ছেলে সোহেল রানা (২৩)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে ১১ নম্বর ইসলামপুর ইউনিয়নের তেররশিয়ার ২ নম্বর ওয়ার্ডের মান্নানের বাড়ির সামনে অভিযান চালিয়ে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।