ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সুচিকে গ্রেফতারে জাতিসংঘ মহাসচিবের নিন্দা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
সুচিকে গ্রেফতারে জাতিসংঘ মহাসচিবের নিন্দা

ঢাকা: মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ শাসক দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবি জানিয়েছে জাতিসংঘ। সোমবার (১ ফেব্রুয়ারি) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতি জানান, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ শাসক দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন। তিনি একই সঙ্গে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। মিয়ানমারের জনগণের প্রতি সম্মান দেখাতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে সেনাবাহিনীর এক ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ নেতাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
টিআর/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।