ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ২ মাদক বিক্রেতা আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
আশুলিয়ায় ২ মাদক বিক্রেতা আটক আশুলিয়ায় ২ মাদক বিক্রেতা আটক

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় হেরোইন ও ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৪।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩১ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে আশুলিয়ার বাইপাইল ফাতেমা মেডিক্যালের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইন ও ৩৫৩ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার বাংলানিউজকে বলেন, আটক মাদক বিক্রেতারা বিভিন্ন জেলা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা জেলার বিভিন্ন স্থানে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।