ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পি কে হালদারের ঘনিষ্টজন শংখ বেপারী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পি কে হালদারের ঘনিষ্টজন শংখ বেপারী

ঢাকা: পি কে হালদারের টাকার খোঁজে তার ঘনিষ্টজন শংখ বেপারীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুইদিন জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, রোব ও সোমবার দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুর পৌনে দুইটার দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ পরিচালক সালাউদ্দিনের নেতৃত্বে একটি টিম।

এর আগে গত ৪ জানুয়ারি শংখ বেপারীকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করে দুদক। পরে ওই দিনই আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদকের অভিযোগে বলা হয়, শংখ বেপারীর নামে যেসব সম্পদ রয়েছে তার কোনো বৈধ উৎস নেই। শংখ বেপারীর নামে মুন এন্টারপ্রাইজের নামে ঋণ নেওয়া ৮৩ কোটি ৮৪ লাখ টাকা আত্মসাৎ করে পি কে হালদার।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।