ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রেজিস্ট্রারের মায়ের মৃত্যুতে ইবি প্রশাসনের শোক

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
রেজিস্ট্রারের মায়ের মৃত্যুতে ইবি প্রশাসনের শোক

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমানের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজীর মায়ের মৃত্যুতেও শোক জানানো হয়।

সোমবার (০১ ফেব্রুয়ারি) ইবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সালাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান পৃথক বার্তায় এ শোক জানান।

শোক বার্তায় ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমানের মা সবজেনুর বেগম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজীর মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমাদের আত্মার মাগফিরাত কামনা করাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রশাসনের এ দুই কর্তাব্যক্তি উপাচার্য ও উপ-উপাচার্য।

এদিকে রেজিস্ট্রারের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ।  

দুপুরের দিকে পরিষদটির সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফীন স্বাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানা যায়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।