ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তাহিরপুরে সাংবাদিককে গাছে বেঁধে মারধরের অভিযোগ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
তাহিরপুরে সাংবাদিককে গাছে বেঁধে মারধরের অভিযোগ  স্বাস্থ্য কে‌ন্দ্রে চি‌কিৎসাধীন সাংবা‌দিক কামাল হো‌সেন রা‌ফি। ছবি: বাংলানিউজ

সুনামগঞ্জ: সুনামগ‌ঞ্জের তাহিপুর উপজেলায় যাদুকাটা নদী‌তে অবৈধভা‌বে বালু-পাথর উত্তোল‌নের ছ‌বি তোলায় গাছের সঙ্গে বেঁধে এক সাংবা‌দিক‌কে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালের দিকে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার সাংবা‌দিকের নাম কামাল হো‌সেন রা‌ফি। তিনি দৈনিক সংবাদ প‌ত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি হি‌সে‌বে কর্মরত আছেন।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, উপ‌জেলার বাদাঘাট ইউ‌নিয়‌নের যাদুকাটা নদী‌তে পার কে‌টে অবৈধভা‌বে বালু-পাথর উত্তোল‌নের খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে যান সাংবা‌দিক রা‌ফি। সেখা‌নে ঘটনার সত্যতা পে‌য়ে ছ‌বি তো‌লেন তি‌নি। এ সময় অবৈধভা‌বে বালু-পাথর উত্তোল‌ন চক্রের মাহমুদুল, রইছসহ ক‌য়েকজন তা‌কে মারধর শুরু করেন। প‌রে তা‌কে পার্শ্ববর্তী ঘাগটিয়া চকবাজারে গাছের সঙ্গে বেঁধে আবারও মারধর ক‌রে। স্থানীয় সাংবা‌দিক আবির হো‌সেন মা‌নিকসহ ক‌য়েকজ‌নের সহ‌যো‌গিতায় রাফিকে সেখান থে‌কে ছাড়িয়ে নিয়ে আসা হয়। আহত সাংবা‌দিক‌ রা‌ফি তা‌হিরপুর উপ‌জেলা স্বাস্থ্য কে‌ন্দ্রে চি‌কিৎসাধীন।

মারধরের শিকার কামাল হো‌সেন রা‌ফি বাংলানিউজকে ব‌লেন, অবৈধভাবে নদীর পার কে‌টে বালু-পাথর উত্তোলন করার সময় ছ‌বি তুলতে গে‌লে মাহমুদুল, রইছ, দীন ইসলামসহ ক‌য়েকজন আমা‌কে বাঁধা দেন এবং রড দি‌য়ে মারধর ক‌রেন। প‌রে সেখান থেকে আমাকে ঘাগটিয়া চকবাজারে নি‌য়ে গাছের সঙ্গে বেঁধে আরেক দফা মারধর ক‌রেন। আমি এখন হাসপাতা‌লে চি‌কিৎসা নিচ্ছি, থানায় অভিযোগ দেবো।

তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর বিশ্বাস বাংলানিউজকে বলেন, ঘটনাটি জেনেছি। অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।