ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যুবককে ডেকে এনে আটকে রেখে মুক্তিপণ দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
যুবককে ডেকে এনে আটকে রেখে মুক্তিপণ দাবি ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল ফোনে রবিন ভুইয়া (২২) নামে এক যুবককে ডেকে এনে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই কথিত ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০১ ফেব্রুয়ারি) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত রবিন ভুইয়া উপজেলার মিরকুটিরছেও এলাকার সোনা মিয়ার ছেলে।  

অপহৃত রবিন জানান, গত ১৫ দিন ধরে তার ব্যবহৃত ‘রূপগঞ্জের টপ নামক’ আইডি দিয়ে জয় ব্যাপারী নামের ফেসবুক আইডির সঙ্গে সমকামিতার বিভিন্ন চ্যাটিং করে আসছিলো। রোববার (৩১ জানুয়ারি) দুপুরে আবুল হাসনাত ওরফে জয় বাপ্পী নামে এক যুবক মোবাইল ফোনের মাধ্যমে রবিন ভুইয়াকে সমকামিতায় লিপ্ত হতে বিকেল ৫টার দিকে সরকারি মুড়াপাড়া কলেজে আসতে বলেন। কথা মতো বিকেল ৫টার দিকে আবুল হাসনাত ওরফে জয় বাপ্পী (৩০) ও তমাল (৩১) দু’টি মোটরসাইকেল করে এসে রবিন ভুইয়ার সঙ্গে দেখা করেন। এ সময় তারা দু’জন রবিন ভুইয়াকে কৌশলে মুড়াপাড়া বাজার এলাকার সততা এন্টারপ্রাইজ নামে একটি অফিসে নিয়ে আটকে রাখেন। তারা রবিন ভুইয়ার ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ ৬শ’ টাকা নিয়ে যান। পরে তারা রবিন ভুইয়াকে মারাধর করে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন।  

এরপর রাত ৯টার দিকে অপহরণকারীরা রবিনের ছোট ভাইকে ফোন দিয়ে তার বাবার সঙ্গে কথা বলে ৫০ হাজার টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যেতে বলেন। পরে সোমবার স্থানীয়রা বিষয়টি জানতে পেয়ে পুলিশের সহযোগিতায় রবিনকে উদ্ধার করেন। এ সময় পুলিশ অপহরণকারী দুই যুবককে গ্রেফতার করেন। ওই দুই যুবক নিজেদের সাংবাদিক ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য বলে দাবি করেন। এ ঘটনায় অপহৃত রবিন ভুইয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।  

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীনুল কাদির বাংলানিউজকে বলেন, এ ঘটনায় দুই কথিত ভুয়া সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।