ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মেয়র লিটনের সঙ্গে নতুন বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
মেয়র লিটনের সঙ্গে নতুন বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর।

সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নগর ভবনে সাক্ষাতকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।

এ সময় সিটি মেয়রও নতুন বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান।

সাক্ষাতকালে রাজশাহী শিল্পায়ন, অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন তারা।

এসময় রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকির হোসেন, জেলা প্রশাসক মো. আব্দুল জলিল, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবীর উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।