ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে ট্রাক্টর উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
হোসেনপুরে ট্রাক্টর উল্টে চালক নিহত প্রতীকী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ট্রাক্টর উল্টে সালমান (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের দক্ষিণ চরপুমদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সালমান ওই এলাকার হাবিবুর রহমান হবির ছেলে। তিনি স্থানীয় ইটখলার ট্রাক্টরচালক হিসেবে কর্মরত ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের দক্ষিণ চরপুমদী এলাকায় বায়জিদ ব্রিকস নামে একটি ইটখলায় ট্রাক্টরে মাটি নেওয়ার কাজে নিয়োজিত ছিলেন সালমান। সোমবার বিকেলে ইটখলায় ট্রাক্টর থেকে মাটি নামানোর কাজ করছিলেন তিনি। এ সময় হঠাৎ ট্রাক্টরটি উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন সালমান। তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

৬ নম্বর পুমদী ইউনিয়ন পরিষদের (ইউপি) দায়িত্বরত গ্রাম পুলিশ মো. আনিছ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।