ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
মানিকগঞ্জে ইয়াবাসহ যুবক আটক সাখাওয়াত ইসলাম সবুজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ইয়াবাসহ সাখাওয়াত ইসলাম সবুজ (৩২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আটক করা হয়।

সাখাওয়াত ওই ওয়ার্ডের পশ্চিম দাশড়া এলাকার নূর আলমের ছেলে।

র‌্যাব-৪ মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি অনু মং বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিকেলে ওই ওয়ার্ডের একটি পুকুর পাড় থেকে ৫০ পিস ইয়াবাসহ সাখাওয়াতকে আটক করা হয়। এ  ব্যাপারে তার নামে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।