ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
সৈয়দপুরে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে কৃষক-কৃষাণীদের মধ্যে বিভিন্ন রকম কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।  

রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত কৃষক গ্রুপের মধ্যে সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে এ উপকরণ বিতরণ করা হয়।

সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে কৃষি যন্ত্রপাতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম।

অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মমতা সাহা ও কৃষিবিদ মো. সালাহ্ উদ্দিন, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী উজ্জ্বল কুমার কর, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মণ্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নিরঞ্জন কুমার শীল, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুণীল কুমার দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাসুদেব দাসসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার কৃষক-কৃষাণীদের মধ্যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। বিতরণকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে- ছয়টি ফুট পাম্প, নয়টি হ্যান্ড স্প্রেয়ার, সাতটি পাওয়ার স্প্রেয়ার, তিনটি উইডার ও একটি উইনোয়ার।

একই দিন মুজিববর্ষ উপলক্ষে মাটি পরীক্ষার ভিত্তিতে কৃষকদের মধ্যে সার সুপারিশমালা কার্ড বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার ১০০ জন কৃষকের মধ্যে ওই কার্ড বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।