ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে বাসের ধাক্কায় নারী নিহত

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
ধামরাইয়ে বাসের ধাক্কায় নারী নিহত

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে বাসের ধাক্কায় জাহানারা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে৷ 

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত জাহানারা মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার আব্দুর রশিদের স্ত্রী।

 

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন আহমেদ বাংলানিউজকে জানান, সন্ধ্যায় বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় একটি ফলের দোকানের পাশে দাঁড়িয়েছিলেন জাহানারা। এসময় আরিচাগামী রবিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে জাহানারাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জাহানারার মৃত্যু হয়।  

এ বিষয়ে গোলরা হাইওয়ে থানার পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।