ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় দ্বৈত ভোটার হওয়ায় যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
কুষ্টিয়ায় দ্বৈত ভোটার হওয়ায় যুবক আটক

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে তথ্য গোপন করে দ্বৈত ভোটার হওয়ার অপরাধে মিলন হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিভাইজিং অথরিটির শুনানিতে নতুন ভোটার হিসেবে অর্ন্তভুক্তির জন্য শুনানি অনুষ্ঠিত হয়।

আটক মিলন হোসেন মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের পয়ারী গ্রামের ফজলুল হকের ছেলে।

কুষ্টিয়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান জানান, যাচাই-বাছাইকালে মিলন ইতোপূর্বে ভোটার হন নাই মর্মে একটি অঙ্গীকারনামাও দাখিল করেন। রিভাইজিং অথরিটি কর্তৃক আবেদনটি গৃহীত হলে তিনি নতুন ভোটার হিসেবে ছবি তোলেন। পরে বিষয়টি সন্দেহ হলে সার্ভারে পুনঃযাচাইকালে তার দ্বৈত ভোটার প্রমাণিত হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী ভোটার তালিকা আইনে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।