ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাসের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু, পা বিচ্ছিন্ন যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
বাসের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু, পা বিচ্ছিন্ন যুবকের

সিরাজগঞ্জ: বাসের ধাক্কায় সিরাজগঞ্জে ফিহাদ (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় পা শরীর থেকে আলাদা হয়ে গেছে হৃদয় (২০) নামে অপর এক যুবকের।

 

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিহাদ শহরের দিয়ার ধানগড়া মহল্লার নিখিল সর্দারের ছেলে। সে সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। আহত হৃদয় মাহমুদপুর মহল্লার জাহাঙ্গীরের ছেলে।  

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অপু কুমার ঘোষ জানান, মোটরসাইকেলে করে হৃদয় ও ফিহাদ ঢাকা রুটে যাচ্ছিলেন। পথে মালশাপাড়া কবরস্থান এলাকায় এলে পেছন থেকে একটি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা নেওয়ার পথে ফিহাদের মৃত্যু হয়। এদিকে আহত হৃদয়ের শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৩, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।