ঢাকা, মঙ্গলবার, ২ পৌষ ১৪৩১, ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেডিএর প্লট বরাদ্দে অনিয়ম খতিয়ে দেখার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
কেডিএর প্লট বরাদ্দে অনিয়ম খতিয়ে দেখার আহ্বান

খুলনা: খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ময়ূরী আবাসিক প্লট বরাদ্দের অনিয়ম খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে সামাজিক সংগঠন গ্লোবাল খুলনা।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল ইসলামের সঙ্গে মতবিনিময় সভায় এ আহবান জানান সংগঠনের আহ্বায়ক শাহ মামুনুর রহমান তুহিন।

কেডিএ চেয়ারম্যানের দপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে গ্লোবাল খুলনার নেতারা চেয়রম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় গ্লোবাল খুলনার আহ্বায়ক সাম্প্রতিক বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত কেডিএর ময়ূরী আবাসিক প্রকল্পের প্লট বরাদ্দের অনিয়মের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বিষয়টি তদন্ত করে দ্রুত সমাধানের আহ্বান জানান।

এসময় তিনি খুলনা রূপসা ট্রাফিক মোড় থেকে কেডিএর চার লেন প্রকল্পের দীর্ঘসূত্রিতা নিয়েও খুলনাবাসীর উদ্বেগের কথা জানান। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, দীর্ঘসূত্রতা মানেই প্রকল্পের ব্যয় বৃদ্ধি এবং ভোগান্তি। এছাড়া কেডিএর বিভিন্ন প্রকল্পের ধীরগতি, বিশেষ করে কেডিএর মাস্টারপ্ল্যান বাস্তবায়ন, ১২ প্রকল্পের দ্রুত বাস্তবায়ন দেখতে চায় খুলনাবাসী। নৌঘাটি বিএনএস তিতুমীরের ওয়েস্ট পয়েন্টের আদলে ৭নম্বর ঘাট থেকে লঞ্চ টার্মিনাল পর্যন্ত রিভার পার্ক, ওয়াকওয়েসহ বিনোদনের পার্ক এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্তৃক প্রণয়ন করা নকশার বাস্তবায়ন করে দৃষ্টিনন্দন অডিটোরিয়াম বানানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। খুলনার ঐতিহ্যবাহী পুরাতন ভবনগুলোর আদলে মিনিয়েচার পার্ক (ময়লাপোতার ষাটগম্বুজ মসজিদের মতো) বানানোর উদ্যোগ নেওয়ারও অনুরোধ জানান তিনি।

বিদ্যমান বাস্তবতায় অবিলম্বে সোনাডাঙ্গা বাসটার্মিনাল, ট্রাক টার্মিনাল শহরের বাইরে স্থানান্তরের আহ্বান জানান। এক্ষেত্রে খুলনা সিটি করপোরেশনসহ (কেসিসি) সব স্থানীয় প্রশাসনকে একমত হয়ে একযোগে কাজ করার অনুরোধ জানানো হয়। পুরাতন শহরের প্ল্যান পাস করার ক্ষেত্রে (বিশেষ করে যেখানে সিটি করপোরেশন এরই মধ্যে রাস্তা নির্মাণ করেছে) বিশেষ শিথিলতা প্রদর্শন যেনো করা হয়। এক্ষেত্রে রাজউক, সিডিএ, রাউকের সঙ্গে যোগাযোগ করে তাদের অনুমোদনের পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। কেডিএর কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা, অহেতুক ভোগান্তি দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় চেয়ারম্যানের প্রতি।

এসময় মতবিনিময় সভায় সংগঠনের নেতা শাহ জিয়াউর রহমান স্বাধীন, মাহবুবুর রহমান মাসুম, চ্যানেল খুলনার সিইও হাসানুর রহমান তানজীর, বেলাল হোসেন সজল, শেখ মো. আরিফুজ্জামান, সোহেল চৌধুরী, শাহ আরিফুর রহমান সৈকত, শেখ বদিউজ্জামান লিটু, আনিসুর রহমান কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে কেডিএর সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুল মুকিম দুর্নীতির মাধ্যমে তার আত্মীয়স্বজন ও পছন্দের ব্যক্তিকে লটারি ছাড়া ময়ূরী আবাসিক প্রকল্পের ৩০টি প্লট বরাদ্দ দিয়েছেন। এ ছাড়া চেয়ারম্যান ময়ূরীতে প্লটের মূল্যের ক্ষেত্রে উচ্চ হারে সুদ নির্ধারণ করে গ্রাহকদের নাস্তানাবুদ করছেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।