ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ক্যানসারে আক্রান্ত ভাইকে বাঁচাতে চান ঢাবি ছাত্র শামীম

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
ক্যানসারে আক্রান্ত ভাইকে বাঁচাতে চান ঢাবি ছাত্র শামীম হাসপাতালে সাইফুল ইসলাম বাপ্পি, ডানে দুই ভাই শামীম ও বাপ্পি

ঢাকা বিশ্ববিদ্যালয়: ব্লাড ক্যানসারে আক্রান্ত ছোট ভাইকে বাঁচাতে সামর্থ্যবানদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে ব্যাংকিং ও বীমা বিভাগের ছাত্র ফখরুল ইসলাম শামীম।

সংশ্লিষ্টরা জানান, শামীমের ভাই প্রবাসী সাইফুল ইসলাম বাপ্পি গত মার্চ মাস থেকে ব্লাড ক্যানসার (একিউট লিউকেমিয়া) আক্রান্ত হয়ে আবুধাবির একটি হাসপাতালে ভর্তি ছিলেন।

ডাক্তারের পরামর্শ অনুযায়ী বোন ম্যারো প্রতিস্থাপনের জন্য বর্তমানে কলকাতায়, এইচসিজি ইকো ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য প্রায় ৭০ লাখ টাকার প্রয়োজন। স্থানীয়ভাবে প্রায় ২৮ লাখ টাকা ম্যানেজ করা সম্ভব হয়েছে যার বেশিরভাগ অংশই বোন ম্যারো প্রতিস্থাপনপূর্ব কেমোথেরাপি দিতেই শেষ হয়ে গেছে। বাকি ৪২ লাখ টাকা এখনো সংগ্রহ করা সম্ভব হয়নি। তাই সমাজের সামর্থ্যবানদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন বাপ্পির পরিবার।

এ বিষয়ে ফখরুল ইসলাম শামীম বলেন, চিকিৎকরা বলেছেন বাপ্পির চিকিৎসায় ৭০ লাখ টাকা প্রয়োজন। আমরা আমাদের সব সঞ্চয় ও স্থানীয়ভাবে সংগ্রহ করে ২৮ লাখ টাকা জোগাড় করেছি। কিন্তু এ টাকার বেশির ভাগই বোন ম্যারো প্রতিস্থাপনপূর্ব কেমোথেরাপি দিতে শেষ হয়ে গেছে। এখনো ৪২ লাখ টাকার ঘাটতি রয়েছে। আমি আমার পরিবারের পক্ষ থেকে ছোট ভাইকে বাঁচাতে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন করছি। সবার ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টায় আল্লাহ আমার ভাইটিকে মরণব্যাধি ক্যানসার থেকে সারিয়ে তুলবে বলে আমাদের বিশ্বাস। যে যেভাবে যা পারেন সাধ্যমত সাহায্য করে ছোট ভাইটির জীবন বাচাঁতে এগিয়ে আসতে আমি সবার কাছে অনুরোধ করছি।

যোগাযোগ: ফখরুল ইসলাম শামীম, ব্যাংকিং ও বীমা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। মোবাইল: ০১৬৭৫৫১৮৮৪১, ০১৮১৩৩৭৯৪৮৪।

মানবিক সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ: ০১৬৭৫৫১৮৮৪১ (পার্সোনাল) রোগীর বড় ভাই, ০১৮৬৮৭৯১৬৮৯ (পার্সোনাল) রোগীর বড় ভাই
রকেট: ০১৮১৩৩৭৯৪৮৪৪; নগদ: ০১৬৭৫৫১৮৮৪১, ০১৮১৩৩৭৯৪৮৪। ব্যাংক হিসাব: মো. ফখরুল ইসলাম শামীম
অ্যাকাউন্ট নম্বর: ১৭৪-১০১-২৬০২৪। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, দাগনভূঞা শাখা, ফেনী

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এসকেবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।