ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মোংলায় মাদকসহ দুই বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
মোংলায় মাদকসহ দুই বিক্রেতা আটক

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় ৪৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে কোস্টগার্ড।

আটকরা হলেন-খুলনার রুপসা উপজেলার নৈহাটি গ্রামের আমিন হাওলাদারের ছেলে সাফিন হাওলাদার (২৮) ও একই গ্রামের শহিদুল শেখের ছেলে মো. শামীম শেখ (২৫)।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়। এর আগে বুধবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার দিগরাজ বাজার কলেজ রোড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট (বিএন) এম মাজহারুল হক বাংলানিউজকে বলেন, দিগরাজ এলাকায় একটি মাদকচক্র ইয়াবা বেচা-কেনার জন্য অপেক্ষা করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে তল্লাশি চালিয়ে ৪৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।