ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুস্থদের মধ্যে নারী ঐক্য পরিষদের সেলাই মেশিন বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
দুস্থদের মধ্যে নারী ঐক্য পরিষদের সেলাই মেশিন বিতরণ

ঢাকা: আত্মকর্মসংস্থানের জন্য দুস্থ ছাত্র-ছাত্রী ও নারীদের মধ্যে নগদ অর্থ এবং সেলাই মেশিন বিতরণ করেছে নারী ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পল্টনে নারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দুস্থ নারীদের হাতে সেলাই মেশিন ও টাকা হস্তান্তর করা হয়।

সেলাই মেশিন ও টাকা প্রদান কর্মসূচিতে নারী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহানা ফেরদৌসী লাকী এবং প্রচার সম্পাদক জাহেদা আক্তার উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংগঠনের সভাপতি এবং সংসদ সদস্য লুৎফুন নেসা খান সংযুক্ত ছিলেন।  

এ সময় তিনি বলেন, নারী নির্যাতন বন্ধ করতে হবে এবং এই সঙ্গে মাদকের আগ্রাসনও বন্ধ করতে হবে। সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।


তিনি আরও বলেন, নারী ও শিশুর সর্বোপরি সাধারণ জনগণের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ না হবে, নারীর যথাযথ মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা না হবে, ততদিন সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে নারী ঐক্য পরিষদ তার সামাজিক আন্দোলন চালিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।