ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেটওয়ার্ক জটে পর্যটন শহরের মানুষ

আনছার হোসেন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

কক্সবাজার : মোবাইলের নেটওয়ার্ক জটে আটকা পড়েছেন কক্সবাজারের মানুষ। মোবাইলে কেউ কাউকে সহজে পাচ্ছেন না।

ভ্রাম্যমান বিটিএস (বেইজড ট্রান্সরিসিভার স্টেশন) বসিয়েও এই সমস্যা থেকে মুক্ত হওয়া যাচ্ছে না।

ঈদ উপলক্ষে শহরে অতিরিক্ত পর্যটক আগমনের কারণেই এই ‘নেটওয়ার্ক জট’ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন মোবাইল অপারেটর কর্মকর্তারা।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) উদ্ধৃতি দিয়ে তারা জানান, ঈদে কক্সবাজার শহরে প্রায় সাড়ে ৬ লাখ মোবাইল ব্যবহারকারী পর্যটক ঢুকেছেন।

কক্সবাজারের অধিবাসীরা জানান, ঈদের দিন থেকেই শহর ও আশেপাশের এলাকায় মোবাইল নেটওয়ার্কে সমস্যা দেখা দিয়েছে। কাউকে মোবাইল করলেই স্ক্রিনে ভেসে উঠছে ‘কানেকশান এরর’।
 
শহরের উত্তর নুনিয়া ছড়া এলাকার অধিবাসী কামাল উদ্দিদন বলেন, ‘নেটওয়ার্ক সমস্যার কারণে মোবাইলে সহজে কাউকে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের মধ্যে ভুল বুঝাবুঝিও হচ্ছে। ’

ওয়ারিদের কক্সবাজার সেবা সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শৈবাল আহমদ বলেন, ‘কক্সবাজারে অতিরিক্ত পর্যটক আগমনের কারণে মোবাইল নেটওয়ার্কে সমস্যা সৃষ্টি হচ্ছে। ঈদের পর থেকে কক্সবাজার শহরে সাড়ে ৬ লাখ মোবাইল ব্যবহারকারি পর্যটক ঢুকেছেন। ’

সরকারি মোবাইল ফোন টেলিটকের কক্সবাজার সিস্টেম ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, শহরে মাত্র ৬টি বিটিএস থাকার কারণে গ্রাহকরা সমস্যায় পড়েছেন। ’

মোবাইল অপারেটর রবির কক্সবাজার ব্যবস্থাপক শামীমুল ইসলাম বলেন, ‘মোবাইল জ্যামিং থেকে মুক্তি পেতে শহরের লাবণী পয়েন্টে ভ্রাম্যমান বিটিএস বসানো হয়েছে। ’

বাংলাদেশ সময় : ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।