ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে তৈরি করা দই বগুড়ার নামে বিক্রি করায় জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২১
বরিশালে তৈরি করা দই বগুড়ার নামে বিক্রি করায় জরিমানা জরিমানা করা হচ্ছে

বরিশাল: বরিশালে তৈরি করা দই বগুড়ার নামে বিক্রি করার অপরাধে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হ‌য়ে‌ছে।  

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর কা‌শিপুর এলাকার ভূঁইয়া বাড়ির সামনে দই কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগী‌রের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।  

বিষয়‌টি নিশ্চিত ক‌রে আদালতের প্র‌সি‌কিউশন অফিসার সৈয়দ এনামুল হক জানান, রাজকীয় দই নামে স্টিকা‌রে বগুড়ার দই ব‌লে বিক্রি করা হয় বরিশালের বাজা‌রে। যা বরিশালেই তৈরি। প্রতারণার মাধ্যমে দই বিক্রি করায় জা‌কির হো‌সেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ০৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১
এমএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।