ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ছয় সামরিক কর্মকর্তাকে বেসামরিক প্রশাসনে নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

ঢাকা: ছয় সামরিক কর্মকর্তাকে বেসামরিক প্রশাসনে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ দেওয়া হয়।



এদের মধ্যে সেনাবাহিনীর কর্নেল একেএম সামসুদ্দিনকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক পদে, কর্নেল মো. ফারুক উল হককে বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালে (বিইউপি), ইঞ্জিনিয়ার্স কোরের মেজর মোহাম্মদ সাদেক মাহমুদকে জরিপ অধিদপ্তরে সহকারী সার্ভে সুপার পদে, নৌ-বাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন একেএম ফারুক হাসানকে জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস পদে, লে. কমান্ডার এম মাইনুল ইসলাম সরকারকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সিনিয়র ড্রেজার মাস্টার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালক (ফাইট সেফটি অ্যান্ড  রেগুলেশন) পদে উইং কমান্ডার আবুল কাশেম মো. মাহমুদুল হাসানকে নিয়োগ দেয়া হয়েছে।

ওই পদে কর্মরত বিমান বাহিনীর উইং কমান্ডার মু. কামরুল ইসলামকে বিমান বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া আনসার ও ভিডিপি অধিদপ্তরে কর্মরত কর্নেল মোহাম্মদ হামিদুল হককে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মহাজোট সরকার গঠনের পর বেসামরিক প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন পর্যায়ের  ১২২ সামরিক কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।