ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় নারী মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২১
ফতুল্লায় নারী মাদক ব্যবসায়ী আটক আটক মাদক ব্যবসায়ী সোনিয়া

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সোনিয়া (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ভোরে ফতুল্লার মাসদাইর এলাকায় ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

 

এ সময় ২০ কেজি গাঁজা, মাদক বিক্রির ৪৮ হাজার টাকা ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। অভিযানের সময় পালিয়ে যান সোনিয়ার স্বামী মাহবুব (৩৫)।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বাংলানিউজকে জানান, অভিযানে মাদক, মাদক বিক্রির টাকা ও প্রাইভেট কারসহ সোনিয়াকে আটক করা গেলেও পালিয়ে যান তার স্বামী। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে। আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।