ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষে গাজীপুর সিটির ক্রেস্ট ডিজাইন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
মুজিববর্ষে গাজীপুর সিটির ক্রেস্ট ডিজাইন প্রতিযোগিতা

ঢাকা: মুজিববর্ষে আসন্ন বিশ্ব নারী দিবসে সম্মাননা ক্রেস্টের সেরা ডিজাইন খুঁজে বের করতে লাখ টাকার প্রতিযোগিতার আয়োজন করেছে গাজীপুর সিটি করপোরেশন।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহী ও সৃজনশীল শিল্পীদের ফেসবুকের নির্ধারিত পাতায় (facebook.com/gcc/crestcontest) গিয়ে নিবন্ধন করতে হবে বলে শনিবার (৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজয়ী নকশাকারী পাবেন এক লাখ টাকা নগদ পুরস্কার।

জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবসে ১০০ জন কীর্তিমান নারীদের সম্মাননা জানাবে মহানগর কর্তৃপক্ষ।  

প্রতিযোগিতা প্রসঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, দেশের নারীদের অধিকার প্রতিষ্ঠায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসামান্য ভূমিকা পালন করেছেন। জন্মশতবর্ষে তার অবদানের প্রতি সম্মান জানাতেই এ আয়োজন।

মৌলিক নকশা পিএনজি ফরমেটে জমা দিতে হবে। পাশাপাশি ক্রেস্টের নকশার যৌক্তিকতা ১০০ শব্দের মধ্যে ব্যাখ্যা করতে হবে। প্রতিযোগিতায় জমা দেওয়া প্রতিটি কাজে কপিরাইট আইনের বিধান অনুসরণ করা হবে। নকশা জমা দেওয়া যাবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।