ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে স্বাস্থ্য সচিবের বাড়িতে হামলা, এসিল্যান্ড লাঞ্ছিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
কটিয়াদীতে স্বাস্থ্য সচিবের বাড়িতে হামলা, এসিল্যান্ড লাঞ্ছিত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় স্বাস্থ্যসচিব আবদুল মান্নানের গ্রামের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোহাম্মদ আশরাফুল আলমকে লাঞ্ছিত করা হয়।

 

শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চানপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানায়, স্বাস্থ্যসচিব আবদুল মান্নানের পরিবারের সদস্যদের দেওয়া জায়গায় একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হচ্ছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্যসচিব আবদুল মান্নান গ্রামের বাড়িতে যান। শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্যসচিব বাড়ির পাশের নির্মাণাধীন ক্লিনিকের কাজ দেখতে যান। এসময় কয়েকটি অটোরিকশা ও মাইক্রোবাসে করে শতাধিক লোক নির্মাণাধীন ক্লিনিকের সামনে যায়। লোকজনের হাতে লাঠি ও ধারালো অস্ত্র ছিল। লোকজন সচিবের নাম ধরে গালিগালাজ শুরু করেন ও নির্মাণকাজ বন্ধ রাখতে বলেন। এসময় স্বাস্থ্য সচিবের বাড়িতে অবস্থান করছিলেন এসিল্যান্ড আশরাফুল আলম। তিনি ঘটনা জানতে এগিয়ে গেলে তার ওপরও হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে পুকুরে ফেলে দেন। এছাড়াও তারা নির্মাণ শ্রমিকদের মারধর করে বের করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

কমিউনিটি ক্লিনিক নির্মাণ নিয়ে দ্বন্দ্বের জের ধরে স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদের অনুগতরা এ হামলা চালিয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিলের মোবাইলে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।