ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে স্বর্ণ কিশোরী লিডার মিট সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
নীলফামারীতে স্বর্ণ কিশোরী লিডার মিট সম্মেলন ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীতে কৈশোরকালীন পুষ্টি উন্নয়ন কার্যক্রমের লিডার মিট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলনে অনলাইন ভার্চ্যুয়ালের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মো. হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মোখলেছেুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারজানা ব্রাউনিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এলিনা আক্তার, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে জেলার ছয় উপজেলায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসা এবং বিভিন্ন ক্লাবের প্রতিনিধি হিসেবে কিশোরীরা অংশ নেয়।

এ সময় ওই ফাউন্ডেশনটির চেয়ারম্যান ও সিইও ফারজানা ব্রাউনিয়া ১৫ জন কিশোরীকে নির্ভীক হিসেবে আখ্যায়িত করেন। সেইসঙ্গে তিনি জেলার উপজেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত লিডারদের মেডেল পরিয়ে অভিনন্দন জানিয়ে নীলফামারী জেলাকে স্বর্ন জেলা হিসাবে ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।