ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পুরস্কার পেলেন বাংলানিউজের ৫ সংবাদকর্মী

হোসাইন মোহাম্মদ সাগর, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
পুরস্কার পেলেন বাংলানিউজের ৫ সংবাদকর্মী মো. জহিরুল ইসলাম (মোহসান), মিরাজ মাহবুব ইফতি, জিএম মুজিবুর, আহমদ হাসান আদিল সিদ্দিকী এবং মহিউদ্দিন মাহমুদ/ ছবি: শাকিল আহমেদ

ঢাকা: কোটি পাঠকের কাছে মুহূর্তের খবর ৭ দিন ২৪ ঘণ্টা পৌঁছে দিচ্ছে দেশের অন্যতম নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ‘টিম বাংলানিউজ’ সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদটি সবার আগে যেমন পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে তাৎক্ষণিক, ঠিক তেমনই সমাজের সমস্যা আর সম্ভাবনার পাশাপাশি মানবিক বিষয়ও তুলে আনছে সামনে।

সেসব কাজের বিশেষ স্বীকৃতিস্বরূপ বাংলানিউজের পাঁচজন কর্মীকে পুরস্কৃত করেছেন সম্পাদক জুয়েল মাজহার।

তিনি আগেই জানিয়েছিলেন, প্রতিমাসেই কাজের বিশেষ স্বীকৃতিস্বরূপ কর্মীদের পুরস্কৃত করবে বাংলানিউজটোয়েন্টিফোর.কম।  

শনিবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারই ধারাবাহিকতায় জানুয়ারি মাসের কাজের বিশেষ স্বীকৃতিস্বরূপ পুরস্কারের জন্য বাংলানিউজের মাসসেরা পাঁচ কর্মীর নাম ঘোষণা করা হয়।

তারা হলেন- সিনিয়র করেসপন্ডেন্ট মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট জিএম মুজিবুর, স্টাফ করেসপন্ডেন্ট মো. জহিরুল ইসলাম (মোহসান), স্টাফ করেসপন্ডেন্ট মিরাজ মাহবুব ইফতি এবং নিউজরুম এডিটর আহমদ হাসান আদিল সিদ্দিকী।

বাংলানিউজের রিপোর্টিং বিভাগের মহিউদ্দিন মাহমুদ কাজ করছেন পিএম বিটের সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে। এই রিপোর্টার সম্প্রতি তুলে ধরার চেষ্টা করেন বছরের পর বছর ঘরহীন মানুষগুলোর কষ্টের জীবন শেষ হতে যাওয়ার গল্প। তিনি লেখেন, ‘একসঙ্গে ঘর পাচ্ছে ৭০ হাজার পরিবার, বিশ্বে নতুন ইতিহাস’ শীর্ষক প্রতিবেদন। এই প্রতিবেদনটির জন্যই তিনি নির্বাচিত হন জানুয়ারি মাসের সেরা প্রতিবেদক হিসেবে।

একজন প্রতিবেদক একটি প্রতিবেদন লেখেন বটে, তবে প্রকাশের আগে তাকে পাঠকের জন্য আরও সুন্দর করে সাজিয়ে তোলেন একজন নিউজরুম এডিটর। সেই কাজটি করেই পুরস্কার পেলেন নিউজরুম এডিটর আহমদ হাসান আদিল সিদ্দিকী। মহিউদ্দিন মাহমুদের করা প্রতিবেদন সুন্দর এবং মননশীল সম্পাদনার জন্য তিনি এই পুরস্কার পান।

শীতের সন্ধ্যায় যখন পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হচ্ছে, তখন অফিসের দেয়ালের গ্লাসে জমেছে হালকা কুয়াশা। এই পরিবেশ যেন শীত সকাল আর শীতের অন্যতম ঐতিহ্য খেজুর রসের কথা মনে করিয়ে দেয়। রাজধানীতে খেজুরের রস একরকম দুষ্প্রাপ্যই বটে। সেই দুষ্প্রাপ্য ঐহিত্য নিয়ে ফটো এবং ভিডিও স্টোরি করেছিলেন সিনিয়র ফটো করেসপন্ডেন্ট জিএম মুজিবুর। তার ‘ঢাকায় খেজুর গাছ, মেলে বিশুদ্ধ রস!’ শীর্ষক ফটোস্টোরিটি তাকে এনে দেয় সম্মাননা। স্টোরিটি সম্পাদনা করেছেন নিউজরুম এডিটর নিহার তরফদার।

শুধু মানবিকতা আর ঐতিহ্য নয়, বাংলানিউজ এগিয়ে অনুসন্ধানী প্রতিবেদনেও। তারই প্রমাণ স্টাফ করেসপন্ডেন্ট মিরাজ মাহবুব ইফতি। সম্প্রতি রাজধানীর পল্লবী জুড়ে চলছে আরজু বাহিনী বা ‘আরজু গ্যাং’ এর তাণ্ডব। সেই খবর নিয়েই ‘পল্লবীজুড়ে চলছে আরজু গ্যাংয়ের তাণ্ডব’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদন করেছিলেন তিনি। সংবাদ প্রকাশের পর আটক করা হয় পল্লবীর কিশোর গ্যাংয়ের লিডার আরজুকে। আরজু গ্যাংয়ের এই অনুসন্ধানী প্রতিবেদনটিই ইফতিকে এনে দেয় পুরস্কার। প্রতিবেদনটি সম্পাদনা করেছেন বাংলানিউজের স্পোর্টস বিভাগের মোয়াজ্জেম হোসেন মানিক।

এদিকে এবার জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছাদূত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বাংলাদেশ থেকে সংস্থাটির প্রথম শুভেচ্ছাদূত হয়েছেন এই তারকা। বিনোদনের এমন সব খবর থেকেই বা পিছিয়ে থাকে কীভাবে বাংলানিউজ। তাইতো পাঠকপ্রিয় ‘জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত হলেন তাহসান খান’ প্রতিবেদনের জন্য সম্মানিত হয়েছেন বিনোদন বিটের স্টাফ করেসপন্ডেন্ট মো. জহিরুল ইসলাম (মোহসান)।  

পুরস্কার প্রাপ্তদের বিশেষ প্রণোদনা দিয়ে সম্মান জানানো হবে বলে জানিয়েছেন বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার। এছাড়া ঢাকা অফিসের বাইরে দেশের প্রতিটি জেলায় কর্মরত বাংলানিউজের সাংবাদিকদেরও প্রতিমাসে কাজের বিশেষ স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

জুয়েল মাজহার এসময় বলেন, বাংলানিউজের প্রতিটি কর্মীই নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই বাংলানিউজ। আমি চেষ্টা করেছি সামান্য পুরস্কৃত করে উৎসাহ দিতে, কর্মীদের মূল্যায়ন করতে। এছাড়া প্রতিবেদক নয়, একজন নিউজরুম এডিটরও পুরস্কার পাওয়ার যোগ্য। কেননা তিনি সবার আড়ালে থেকেই সুন্দর কাজটি করে যান।

তিনি আশা প্রকাশ করে বলেন, একদিন হয়তো অন্যান্য মিডিয়া হাউসগুলোতেও নিউজরুমে যারা কাজ করেন তাদের পুরস্কার দেওয়ার প্রথা চালু হবে। আমরা এর ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো।

অনুষ্ঠানে ঢাকা অফিসে কর্মরত সব সাংবাদিকসহ উপস্থিত ছিলেন- বাংলানিউজের ডেপুটি এডিটর তপন চক্রবর্তী, হেড অব নিউজ আহমেদ জুয়েল, সিনিয়র আউটপুট এডিটর (ইংলিশ) এসএম সালাহ উদ্দিন, লাইফস্টাইল বিভাগের প্রধান শারমীনা ইসলাম, চিফ অব করেসপন্ডেন্টস (সিওসি) ইসমাইল হোসেন, ডেপুটি চিফ অব করেসপন্ডেন্টস (ডিসিওসি) মফিজুল ইসলাম সাদিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।