ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিকেলে টিকা নিচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের শীর্ষ কর্মকর্তারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
বিকেলে টিকা নিচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের শীর্ষ কর্মকর্তারা প্রতীকী ছবি

ঢাকা: বিকেলে করোনা ভাইরাসের টিকা নেবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সালাহ উদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও পরিচালকরা।

রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুরের পর রাজধানীর শেরে বাংলানগর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল থেকে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করবেন তারা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বাংলানিউজকে এ কথা জানান।

 

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এমইউএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।