ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিজিবিতে টিকাদান কার্যক্রম শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
বিজিবিতে টিকাদান কার্যক্রম শুরু

ঢাকা: মহামারি করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে দেশব্যাপী টিকাদান কর্মসূচি চলছে। এর লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

এ কার্যক্রমের অংশ হিসেবে রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে বিজিবি সদর দফতরে পিলখানার বর্ডার গার্ড হাসপাতালের প্রশিক্ষণ মাঠে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান প্রথম বিজিবি সদস্য হিসেবে করোনার টিকা নেন।

এ সময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক, ঊর্ধ্বতন অফিসার, সৈনিক ও অন্য বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রোববার প্রথম ধাপে পোশাকধারী ও অসামরিক বিজিবি সদস্যসহ মোট ৩০০ জন বিজিবি সদস্যকে করোনার টিকা দেওয়া হয়েছে। পরবর্তীতে প্রতি কার্য দিবসে ৩০০ জন করে বিজিবি সদর দপ্তরসহ পিলখানাস্থ অন্য ইউনিটের সর্বমোট আনুমানিক তিন হাজার ৬০০ জনকে এ টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিজিবির অন্য সব ইউনিট/স্থাপনার সদস্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে এ টিকাদান সরকারি পরিকল্পনা অনুযায়ী বর্ডার গার্ড বাংলাদেশে ৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ১২টি ধাপে দেওয়া হবে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিজিবিতে কর্মরত অফিসার, জেসিও ও অন্য সদস্যদের মধ্যে করোনার টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া গাইডলাইন অক্ষরে অক্ষরে প্রতিপালন করে করোনাকালেও বিজিবি সদস্যরা রাত-দিন দেশের সীমান্ত সুরক্ষার মহান দায়িত্ব পালন করে আসছে। করোনা স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণের মাধ্যমে এ পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী তুলনামূলকভাবে বিজিবিতে সবচেয়ে কম সদস্য করোনায় আক্রান্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।