ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ধানমন্ডিতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
ধানমন্ডিতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর ধানমন্ডির ছয় নম্বর রোডের একটি ভবনের ছাদ থেকে পড়ে ওমর ফারুক তানিম (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে ধানমন্ডি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহটি নিয়ে যায় স্বজনরা।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা জানান, খবর পেয়ে সকালে ধানমন্ডি ৬ নম্বর রোডের ১৯/ডি নম্বর বেপজা ভবনের সামনের রাস্তা থেকে মরদেহ উদ্ধার করা হয়। ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে, তিনি কিভাবে পড়েছেন বা কেউ ফেলে দিয়েছেন কিনা সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি।

তিনি আরও জানান, পরিবারের সঙ্গে গ্রিন রোডের একটি বাসায় থাকতেন ফারুক। তার কোনো সন্তান নেই। তার স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, ওমর ফারুক মানসিকভাবে একটু অসুস্থ ছিলেন। তার চিকিৎসা চলছিল। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে ওমর ফারুকের সহকর্মী মাকসুদুর রহমান জানান, ওমর ফারুক বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং অথরিটির আইটি সিস্টেম কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি রোববার সকালে অফিসে গিয়েছিলেন। এরপরে কি হয়েছে তা বলতে পারছি না।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।