ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ছাতকে সিএনজি-মিনিবাস সংঘর্ষ, নিহত ৩

মাসুম হেলাল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০
ছাতকে সিএনজি-মিনিবাস সংঘর্ষ, নিহত ৩

সুনামগঞ্জ:  ছাতকে বুধবার দুপুরে সিএনজি ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিন সিএনজি যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

দুপুর আড়াইটার দিকে উপজেলার ধারণবাজারে এ দুর্ঘটনা ঘটে।



নিহত দিলোয়ার (৩৫) ও তার ভাগ্নি রুহেলা বেগমের (২২) বাড়ি দোয়ারাবাজার উপজেলার পাণ্ডারগাঁও ইউনিয়নের জলসি গ্রামে বলে জানা গেছে। তবে নিহত অপর যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

এছাড়া গুরুতর আহত অবস্থায় দিলোয়ারের স্ত্রী ও এক শিশু কন্যাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিক্সা (সিলেট-ট ১১-০১২৭) ও সিলেটগামী মিনিবাসের (সিলেট জ ০৪-০১৫১) মুখোমুখি সংর্ঘষে তিন সিএনজি যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন।

দুর্ঘটনার ঘণ্টা দু’য়েক পর ছাতক থানার উপপরিদর্শক (এসআই) আকিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।