ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গার্মেন্টস কর্মী নাজমুল হত্যা, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
গার্মেন্টস কর্মী নাজমুল হত্যা, গ্রেফতার ২ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর আদাবর থানা এলাকায় গার্মেন্টস কর্মী নাজমুল হক হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

গ্রেফতার আসামিরা হলেন— মো. মাসুদ হাসান (২২) ও মো. সাগর (১৮)।

গ্রেফতারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত গার্মেন্টস কর্মী নাজমুলের বাইসাইকেল উদ্ধার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ৩টার দিকে ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগ অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর আদাবর, মিরপুরসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে নাজমুল হত্যাকাণ্ডের দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গত ৩০ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আদাবর থানাধীন ঢাকা উদ্যানে অবস্থিত সাইনেস্ট গার্মেন্টসের সামনে গার্মেন্টস কর্মী নাজমুল হককে কয়েকজন সন্ত্রাসী ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর পরদিন ঘটনায় আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন জানান, গার্মেন্টস কর্মী নাজমুল হত্যা মামলার তদন্তভার দেওয়া হয় গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমকে। তদন্তে অভিযুক্তদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই আসামি হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। পূর্ব শত্রুতার জেরেই নাজমুলকে হত্যা করেন তারা। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও কয়েকজন আসামি জড়িত রয়েছে। তাদের গ্রেফতারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এসজেএ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।