ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রীর এপিএস মতিনের বিরুদ্ধে দুদকের মামলার প্রস্তুতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) আব্দুল মতিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

দুদকের অনুসন্ধানে আব্দুল মতিনের প্রদর্শিত আয়ের বাইরেও সম্পদ অর্জনের প্রমান পাওয়ার পর এ মামলা প্রস্ততি চলছে বলে জানায় সূত্র।

 

এছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর এপিএস থাকাকালীন ভাওয়াল এস্টেটের ২৫ কাঠা জমি বেনামীতে শ্বাশুড়ির নামে দলিল করার ও জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এর আগেও বিভিন্ন জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে দুদক ২০০৭ সালে আব্দুল মতিনের বিরুদ্ধে ২ টি মামলা করে।

দুদক সুত্র জানায়, আব্দুল মতিন সাবেক প্রধানমন্ত্রীর এপিএস থাকার সময় বিভিন্ন ভাবে অন্যায় পথে আয় বর্হিভুর্ত সম্পদ অর্জন করার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত হয় তদন্তে অভিযোগ প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয়।

আব্দুল মতিন উপ-সচিব পদোমর্যাদার কর্মকর্তা বর্তমানে সংস্থাপন মন্ত্রণালয় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন।

এ ব্যাপারে আব্দুল মতিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।

বাংলাদেশ সময়: ১৭: ৫২ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।