ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জ জেলা কারাগারে আসামিকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
কিশোরগঞ্জ জেলা কারাগারে আসামিকে পিটিয়ে হত্যা প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এর ভেতরে লাঠি দিয়ে পিটিয়ে আব্দুল হাই (২৭) নামে এক আসামিকে হত্যা করা হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

 

আব্দুল হাই কিশোরগঞ্জ সদর উপজেলার শিমুলিয়া এলাকার ইসরাইল মিয়ার ছেলে। কারাগারের ভেতরে দুই-তিন জন আসামির মধ্যে মারামারিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।  

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ঘটনা তদন্ত করতে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।