ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ইতিহাস বিকৃতি করায় আল জাজিরাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
ইতিহাস বিকৃতি করায় আল জাজিরাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

ঢাকা: কাতারভিত্তিক আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলে করা প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। এরজন্য আল জাজিরা কর্তৃপক্ষকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা অঙ্গীকার ফাউন্ডেশনের ‘বঙ্গবন্ধুর ফেরিওয়ালা’ প্রজেক্ট।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরা- ৬ নম্বর সেক্টরের আলাওল এভিনিউ শহীদ মিনারের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় সংস্থাটি।

কাতারভিত্তিক আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস বিকৃত করে মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে এ প্রতিবাদমূলক মানববন্ধনটির আয়োজন করে অঙ্গীকার ফাউন্ডেশনের বঙ্গবন্ধুর ফেরিওয়ালা প্রজেক্ট।

মানববন্ধনে সংস্থার বঙ্গবন্ধু ফেরিওয়ালা প্রজেক্টের প্রধান সমন্বয়ক মো. জুবায়ের হাসান ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে মিথ্যাচার অনেক হয়েছে, আর এক মুহূর্তও নয়। এসব মিথ্যাচারকে এখন থেকেই শক্ত হাতে প্রতিহত করতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু সব দলকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে দেশ গড়তে চেয়েছিলেন। সেই দলের নাম হয়েছিল বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ সংক্ষেপে বাকশাল। কিন্তু বঙ্গবন্ধু কতৃক বিরোধী দল বিলুপ্তি বলতে আল জাজিরা যাদের ইঙ্গিত করেছে, তারা ছিল এদেশে নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসীগোষ্ঠী। বিলুপ্ত বিরোধী দল দেশে যে পরিমাণে ধ্বংসলীলা চালিয়েছে, দেশকে কোন অবস্থায় নিয়ে যেতে চেয়েছিল, তা সর্বহারা পাটি ও গণবাহিনীর সেই সময়ের ন্যক্কারজনক কর্মকাণ্ড ও ইতিহাস থেকেই আমরা জেনে নিতে পারি।

তিনি বলেন, এদেশের নতুন প্রজন্ম ও সাধারণ মানুষের কাছে ইতিহাসকে বিকৃত করে উপস্থাপন করে আল জাজিরা প্রমাণ করেছে তারা কত বড় পেইড এজেন্ট। এজন্য তাদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তারা যখন এতই তথ্যবহুল ডকুমেন্টারি বানাতে ইচ্ছুক, তাহলে বঙ্গবন্ধু হত্যার আসল সত্য নিয়ে বানিয়ে দেখাক। সব ষড়যন্ত্র উন্মাচন করুক। অন্যথায় বাংলাদেশের তরুণ প্রজন্ম আল জাজিরাকে বয়কট করতে প্রতিশ্রুতিবদ্ধ হবে।

তিনি আরও বলেন, এমন অস্বচ্ছ ও মিথ্যা প্রতিবেদন প্রকাশের কারণে আল জাজিরা যদি ক্ষমা না চায় তবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা তরুণ প্রজন্মই প্রতিবাদ করবো। আল জাজিরা চ্যানেলের সম্প্রচার যাতে বাংলাদেশ থেকে বয়কট করা হয় সে দাবিও জানানো হয়।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা অঙ্গীকার ফাউন্ডেশনের ‘বঙ্গবন্ধুর ফেরিওয়ালা’ প্রজেক্টের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।