খুলনা: মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ও খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর ডিজিটাল ম্যারাথন আগামী ১২, ১৩, ২৬, ২৭ ফেব্রুয়ারি খুলনা মহানগরে ও ১৯, ২০ ফেব্রুয়ারি খুলনা জেলার উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ক প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী ম্যারাথনে খুলনা জেলা থেকে কমপক্ষে ১০ হাজার জনতা অংশ নেবে বলে আশা করা হয়।
ওয়েবসাইটে লগইন এর ক্ষেত্রে ই-মেইল [email protected] ও পাসওয়ার্ড হবে freeadmin1। এর পরবর্তী অপশন Add participant পেজে নিজস্ব ই-মেইল ঠিকানাসহ অন্য তথ্য দিয়ে পছন্দ মতো নিজস্ব পাসওয়ার্ড সেট করে নিতে হবে। রেজিস্ট্রেশন শেষে মোবাইল ফোনের গুগল প্লে-স্টোরের সার্চ অপশনে BSMDM 2021 লিখে ডিজিটাল ম্যারাথনের অ্যাপস ডাউনলোড করে রেজিস্ট্রেশনের সময় পাওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ম্যারাথনে অংশ নিতে হবে। ডিজিটাল ম্যারাথনে অংশগ্রহণের সময় অ্যাপস সম্বলিত ম্মার্টফোনটি অংশগ্রহণকারীর সঙ্গে ইন্টারনেট সংযোগ চালু অবস্থায় থাকতে হবে। ম্যারাথনে অংশগ্রহণ এবং অতিক্রান্ত পথ ও সময়ের হিসাব অ্যাপসের মাধ্যমেই নির্ধারিত হবে। ম্যারাথনে অংশগ্রহণকারীদের অবশ্যই দৌড়ের পোশাক-কেডস পরিধান করে আসতে হবে।
রেজিস্ট্রেশনের বিস্তারিত নিয়মাবলী ‘মিডিয়াসেল, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা’ ফেসবুক পেজ থেকে জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এমআরএম/আরবি