ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আগুনে প্রভাষকের মৃত্যু: প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
আগুনে প্রভাষকের মৃত্যু: প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন অগ্নিকাণ্ডে নিহত প্রভাষক মাওস্রিজিতা দেওয়ানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা শহরের কলেজ পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা। এসময় অগ্নিকাণ্ডে নিহত প্রভাষক মাওস্রিজিতা দেওয়ানের (৩২) পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

সোমবার (৮ ফেব্রুয়ারি) রাতে ঘটনার কিছুক্ষণ পরেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি, পুলিশ সুপার আবদুল আজিজ।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এসময় তিনি নিহতের পরিবারকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, জেলা পরিষদের সদস্য নিলৎপল খীসা, শিক্ষাবিদ ডা. সুধীন কুমার চাকমাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে মাওস্রিজিতার মৃত্যু খবর পেয়ে ঢাকায় অবস্থানরত পরিবারের অন্য সদস্যরা গাড়িতে করে খাগড়াছড়িতে ফেরার সময় সোনারগাঁও এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েন। এসময় তাদের নগদ টাকাসহ সব ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

উল্লেখ্য, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে শহরের কলেজ পাড়া এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে আটকা পড়ে খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক মাওস্রিজিতা দেওয়ান (৩২) অঙ্গার হয়ে যান। একই সঙ্গে তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের খণ্ডকালীন শিক্ষকতা করেছেন।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে জানায় ফায়ার সার্ভিস।

দুই বোন এক ভাইয়ের মধ্যে মাওশ্রিজিতা দেওয়ান দ্বিতীয়। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে গ্রামের বাড়িতে তাঁর সৎকার করার কথা রয়েছে।

>>> খাগড়াছড়িতে আগুনে পুড়ে প্রভাষকের মৃত্যু

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।