ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফুলছড়িতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
ফুলছড়িতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা খুন

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে লাল মিয়া সরকার (৬৫) নামে আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের সাদেক খাঁ বাজারে প্রতিপক্ষের হামলার শিকার হন লাল মিয়া।  

নিহত লাল মিয়া সরকারের বাড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের চন্দনস্বর গ্রামে। তিনি ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা। তিনি ফজলুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য।

বিকেল পৌনে ৫টার দিকে ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ লাল মিয়া সরকারের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সাবেক ইউপি সদস্য লাল মিয়া সরকারের পরিবারের সঙ্গে ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এনায়েত হোসেন ও প্রতিবেশী উড়িয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের বর্তমান সদস্য সাদেক খাঁর পরিবারের মধ্যে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ফুলছড়ি থানায় একাধিক মামলাও হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে লাল মিয়া বাড়ি থেকে ফুলছড়ি উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে উড়িয়া ইউনিয়নের সাদেক খাঁ বাজারে প্রতিপক্ষ এনায়েত হোসেন ও সাদেক খাঁ’র লোকজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়ের করেনি কেউ।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।