ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় তক্ষকসহ যুবক আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
পাথরঘাটায় তক্ষকসহ যুবক আটক

বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় তক্ষকসহ আল-আমিন (৩২) নামে এক যুবককে আটক করেছে কোস্টগার্ড।  

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকা থেকে আটক করা হয়।

আটক আল-আমিন একই এলাকার আব্দুল হালিমের ছেলে।

কোস্টগার্ড দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান, চরলাঠিমারা এলাকা থেকে বন্যপ্রাণি পাচার হচ্ছিল- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তক্ষকসহ আল-আমিন নামে এক যুবককে আটক করা হয়। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ছয় ধারায় তক্ষক ধরা, মারা এবং কেনাচেনা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। তক্ষকটি প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে এবং আটক যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে।

এর আগে সোমবার (৮ ফেব্রুয়ারি) রাতে রঞ্জন বারিক (৪৫) নামে এক যুবককে তক্ষকসহ আটক করে কোস্টগার্ড।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।