ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঘাটাইলে কৃষক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
ঘাটাইলে কৃষক খুন প্রতীকী

টাঙ্গাইল: মাটি কাটা নিয়ে বিরোধে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় ইউছুব আলী (৫৫) নামে এক কৃষক খুন হয়েছেন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মজমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ইউছুব ওই গ্রামে বাসিন্দা।

নিহতের পরিবার জানায়, উপজেলার মজমপুর-বাইচাইল রাস্তার সংস্কার কাজ করছিলেন ঘাটাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নজরুল ইসলাম। সোমবার বিকেলে রাস্তার মাটি কাটা নিয়ে মজমপুর গ্রামে ইউছুবের সঙ্গে প্রতিবেশী আনোয়ার হোসেন, মজিবর, মোস্তফা ও তার স্ত্রী রেশমার সঙ্গে মাটি কাটা নিয়ে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন পেছন থেকে ইউছুবকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মাকসুদুল আলম ঘটনার বাংলানিউজকে জানান, থানায় মামলা দায়েরের প্রস্তুতি ও ঘটনার প্রাথমিক তদন্ত কাজ চলছে। লাঠি বা অন্য কিছুর আঘাতে তার মৃত্যু হতে পারে।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।