ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‘আমার কাছে স্বাধীনতা মানে কী’ রচনা প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
‘আমার কাছে স্বাধীনতা মানে কী’ রচনা প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা

ঢাকা: ঢাকার ভারতীয় হাই কমিশন আয়োজিত ‘আমার কাছে স্বাধীনতা মানে কী’ শীর্ষক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতাটি ঢাকার ভারতীয় হাই কমিশনের সহযোগিতায় ইয়ুথ অপরচুনিটিস আয়োজন করেছিল।

এ প্রতিযোগিতায় সারাদেশ থেকে সহস্রাধিক লেখা জমা পড়েছিল। বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি তরুণরাও প্রতিযোগিতায় অংশগ্রহণ কর। সোমবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক।

প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল বাংলাদেশি তরুণদের সৃজনশীলতা প্রদর্শনের প্লাটফর্ম দেওয়া এবং ‘স্বাধীনতা’ সম্পর্কে তাদের উপলব্ধি ও তাদের কাছে এ শব্দের অর্থ উপস্থাপনের সুযোগ করে দেওয়া। প্রতিযোগিতায় দু’টি বিভাগে লেখা গ্রহণ করা হয়েছে, বিভাগভিত্তিক বিজয়ীরা হলেন:

ক বিভাগ- বাংলা:
চ্যাম্পিয়ন: আফসারা তাসনিম, ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রথম রানার আপ: ফারসিয়া কাওসার চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় রানার আপ: রানা মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়। চতুর্থ: তিলক সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়। পঞ্চম: কায়কোবাদ মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ষষ্ঠ: রুবাইদ আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সপ্তম: মোছাঃ তানজিলা আকতার, ঢাকা বিশ্ববিদ্যালয়

খ বিভাগ- ইংরেজি:

চ্যাম্পিয়ন: মালিহা মমতাজ ঐশী, ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ। প্রথম রানার আপ: ইপ্সিতা কাজুড়ী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় রানার আপ: মানস চন্দ্র হালদার, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনলজি, জামসেদপুর, ভারত। চতুর্থ: ফাকিহা ইয়াসমিন, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়। পঞ্চম: ইসমাইল মোর্শেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। ষষ্ঠ: আফতাহী ইসলাম নয়ন, বরিশাল বিশ্ববিদ্যালয়। সপ্তম: প্রত্যাশা ঘোষ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

উভয় বিভাগের চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে ল্যাপটপ পেয়েছেন, অন্যরা স্মার্টফোন পেয়েছেন। এছাড়া সকল বিজয়ী ক্রেস্ট, সার্টিফিকেট ও বই উপহার পেয়েছেন। উভয় বিভাগের শীর্ষ তিনটি লেখা ‘ভারত বিচিত্রায়’ প্রকাশিত হবে।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
টিআর/এনটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।