ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে বিএসএফের গুলিতে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধারে স্ত্রীর আবেদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
বকশীগঞ্জে বিএসএফের গুলিতে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধারে স্ত্রীর আবেদন

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত গরু ব্যবসায়ী শিক্কুর (৪০) মরদেহ উদ্ধারের আশায় স্থানীয় বিজিবি ও পুলিশের কাছে আবেদনও করেছেন তার স্ত্রী মলিদা বেগম।

>>>বকশীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু, মৃতদেহ নিয়ে ধুম্রজাল

সোমবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ভারতীয় সীমান্তরক্ষীর বাহিনীর গুলিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৮৮ এ সংলগ্ন ভারতের ফুরাংপাড়া নামক স্থানে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত শিক্কু কামালপুর ইউনিয়নের লাউচাপড়া গ্রামের ফারাজ উদ্দিনের ছেলে।

এদিকে সকালে এ খবর ছড়িয়ে পড়লে বিএসএফের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পতাকা বৈঠক করে। বৈঠকে বিএসএফ জানায় মরদেহটি কোনো বাংলাদেশির নয়। এজন্য ভারতীয় পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে গেছে।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।