ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীনগরে এবিটির সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
শ্রীনগরে এবিটির সদস্য গ্রেফতার

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এজাহারনামীয় পলাতক আসামি আব্দুল আলিমকে (২১) গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনাট (এটিইউ)।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর থানাধীন কবুতরখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে একটি মোবাইল, চারটি সিমকার্ড, দুইটি উগ্রবাদী বই ও চ্যাটিংয়ের স্ক্রিনশট জব্দ করা হয়েছে।

এটিইউর সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ওয়াহিদা পারভীন জানান, গ্রেফতার আব্দুল আলিম টেলিগ্রাম গ্রুপ ‘এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী’  গ্রুপের অ্যাডমিন হিসেবে কাজ করছিলেন। গত ১০ ফেব্রুয়ারি এই গ্রুপের দুইজন সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলিম ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে জঙ্গিবাদ প্রচারণার উদ্দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এছাড়া, সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার এবং নাশকতার পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে চ্যাটিং চালিয়ে যাচ্ছিলেন।

আলিম গত ১০ ফেব্রুয়ারি নরসিংদীর রায়পুরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার পলাতক আসামি। তার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি ওয়াহিদা পারভীন।

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
পিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।