ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

এনজিও’র ঋণ পরিশোধের দেড় বছর পর ৩ নারী গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এনজিও’র ঋণ পরিশোধের দেড় বছর পর ৩ নারী গ্রেফতার

বরগুনা: বরগুনার তালতলীতে বেসরকারি সংস্থা এসডিএফ থেকে নেওয়া ঋণ দেড় বছর আগে পরিশোধ করলেও ঋণ খেলাপি মামলায় তিন নারীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার (১৫ ফেব্রুয়ারি) গভীররাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-তালতলী বন্দরের জাহাঙ্গীরের স্ত্রী কাজল (৩৫), নুরসায়েদের স্ত্রী ঝরনা বেগম (২৬) ও ইউসুফের স্ত্রী পারুল বেগম (৪০)।

জানা যায়, এসডিএফ’র নতুন জীবন গ্রাম সমিতি থেকে তালতলী বন্দরের ওই তিন নারী ঋণ নিয়েছিলেন। পরে ২০১৯ সালের জুলাই মাসে তা সমুদয় পরিশোধ করেন তারা। যা ওই এনজিও’র পাস বইতেও পরিশোধিত রয়েছে। অথচ নতুন জীবনের ওই সমিতির সভাপতি বিথি রানীর দেওয়া ঋণ খেলাপির মামলায় মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করে পুলিশ।

এসডিএফ’র বড়বগী ক্লাস্টারের ম্যানেজার উজ্জ্বল কুমার বলেন, ঋণ খেলাপির অভিযোগে বিথির করা মামলায় আদালত ওয়ারেন্ট দেন।  

নতুন জীবনের গ্রাম সমিতির সভাপতি বিথি রানী বলেন, টাকা দিতে গড়িমসি করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কিন্তু ওয়ারেন্ট চাওয়া হয়নি। আমাকে ভুল বুঝিয়ে উকিল সাহেব ওদের বিরুদ্ধে ওয়ারেন্ট করান। এজন্য আমি ক্ষমা প্রার্থী।

তালতলী থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম বলেন, ওই তিন নারীর বিরুদ্ধে থানায় একটি ওয়ারেন্ট ছিল, তাই তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।