ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে ট্রাক্টরচাপায় স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
পার্বতীপুরে ট্রাক্টরচাপায় স্কুলছাত্রের মৃত্যু

নীলফামারী: দিনাজপুরের পার্বতীপুরে বালুভর্তি ট্রাক্টরের চাপায় ইব্রাহিম (১১) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পার্বতীপুর উপজলার পলাশবাড়ী ইউনিয়নের হলদীবাড়ী-ডাঙ্গাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম একই ইউনিয়নর নওদাপাড়ার উজ্জ্বল সরকারের ছেলে। সে নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়র পঞ্চম শ্রেণির ছাত্র।  

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, ইব্রাহিম বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে হলদীবাড়ী যাচ্ছিল। পথে হলদীবাড়ী-ডাঙ্গাপাড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয় লোকজন ট্রাক্টরটি জব্দ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় দিয়েছেন। তবে দুর্ঘটনার পরপর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এসআই/এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।