ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে ছুরিকাঘাতে আহত ৭, ঢামেকে চিকিৎসাধীন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
তেজগাঁওয়ে ছুরিকাঘাতে আহত ৭, ঢামেকে চিকিৎসাধীন

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ছুরিকাঘাতে সাতজন আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল লিংরোড শান্তা টাওয়ারের সামনে এই ঘটনাটি ঘটে। আহতরা হলেন সাইন, নাইমুল ইসলাম শুভ, সুমন, শাওন, নাজমুল, মমিন ও রাকিব। তাদের বয়স হবে আনুমানিক ২০ থেকে ৩০ বছর।

আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে আসা সাজু মিয়া নামে এক ব্যক্তি জানান, শান্তা টাওয়ারের সামনে লেগুনা স্ট্যান্ডে মারামারির ঘটনা ঘটে। ওই মারামারির ঘটনায় তারা এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত হন।

এদিকে আহত নাইমুল ইসলাম শুভ বাংলানিউজকে জানান, লেগুনা স্ট্যান্ডে তার ভাই সুমনকে মারধর করছিলো এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গেলে ওখানে থাকা লোকজন এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, এই ঘটনায় ছয়জন ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন আছেন। শাওন নামে আরেকজন বাইরে চিকিৎসা নিচ্ছেন বলে আহতরা জানিয়েছেন। আহতদের মধ্যে সবারই পেটে, কারো কারো বুকে ছুরিকাঘাত আছে।

এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার শীল বাংলানিউজকে জানান, গত দুইদিন আগে লেগুনা চালকদের সঙ্গে এলাকার কয়েকজনের মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনার কেন্দ্র করে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মারামারির ঘটনা ঘটেছে। লেগুনা চালকদের ছুরিকাঘাতে এলাকার কয়েকজন আহত হয়েছে। এই ঘটনায় তিনজনকে আটক করেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।