ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা থেকে পাবনায় চিকিৎসা দিতে এনে ছেলেকে হারালেন বাবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
ঢাকা থেকে পাবনায় চিকিৎসা দিতে এনে ছেলেকে হারালেন বাবা

পাবনা: ঢাকা থেকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা দিতে এনে মানসিক ভারসাম্যহীন ছেলেকে হারিয়ে ফেলেছেন অসহায় এক বাবা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) হেমায়েতপুর মানসিক হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে।

হারিয়ে যাওয়া ছেলেটির নাম সাব্বির হোসেন (২৪)। তিনি ঢাকার সূত্রাপুরের এলাকার খলিলের ছেলে।

মানসিক ভারসাম্যহীন সাব্বিরের বাবা খলিল হোসেন বাংলানিউজকে বলেন, সাব্বির ২০০৮ সাল থেকে মানসিক রোগে ভুগছেন। গত ১৫ ফেব্রুয়ারি ভোরে পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে সাব্বিরকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য আসি। দুপুর ২টার দিকে সাব্বিরকে রেখে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ কেনার জন্য হাসপাতালের লাইনে দাঁড়ালে সাব্বির সেখান থেকে চলে যান। ওষুধ নিয়ে ফেরার পরে আর তার সন্তানকে খুঁজে পাইনি। গত দুইদিন সোম ও মঙ্গলবার শহরের বিভিন্ন স্থানে সাব্বিরের খোঁজ করেও না পেয়ে (১৬ ফ্রেব্রুয়ারি) পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি করি।  
সাব্বিরের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। গায়ের রঙ ফর্সা। মুখমণ্ডল গোলাকার, মাথার চুল কালো পরনে ছিল ট্রাউজার ও কালো জ্যাকেট। তিনি ঢাকার আঞ্চলিক ভাষায় কথা বলেন। কেউ সাব্বিরকে খুঁজে পেলে পাবনা সদর থানা অথবা সাব্বিরের বাবা খলিলের সঙ্গে (মোবাইল নম্বর ০১৩০৩২০৯৪১৮ অথবা ০১৮৪২৪০৪১৮৬) যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে সাব্বিরের পরিবার।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।