ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হরিনাকুন্ডুতে বাসের ধাক্কায় মোটরসাইকেলআরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
হরিনাকুন্ডুতে বাসের ধাক্কায় মোটরসাইকেলআরোহী নিহত 

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা কাপাশহাটিয়া বটতলা এলাকায় বাসের ধাক্কায় রাহুল ইসলাম রাতুল (২১) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রান্ত নামে আরও একজন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল হরিনাকুন্ডৃ উপজেলার রতিডাঙ্গা গ্রামের মন্টু মিয়ার ছেলে। আহত প্রান্ত একই উপজেলার ভবানীপুর গ্রামের জয়দেব কুমারের ছেলে।
হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, বুধবার সকালে একটি বাস হরিনাকুন্ডু থেকে যাত্রী নিয়ে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল। পথে কাপাশহাটিয়া গ্রামের বটতলা এলাকায় বাসটি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলআরোহী রাহুল নিহত হন। এসময় আহত হন তার সঙ্গে থাকা প্রান্ত। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।  

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।