ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো প্রতিবেশীর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো প্রতিবেশীর 

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সারদাগঞ্জ এলাকায় স্বামী ও স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (৩৮) এক প্রতিবেশী নিহত হয়েছেন।  

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মরদেহ উদ্ধার করা হয়েছে।

শফিকুল রংপুরের পীরগাছা থানার পশ্চিম পাটশিকড় এলাকার আবু বক্করের ছেলে।  

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন শফিকুল। দুপুরে তার প্রতিবেশী ভাড়াটিয়া আতাউর রহমান (৩০) ঘরের দরজা বন্ধ করে স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিলেন। এ সময় শফিকুল ওই ঝগড়া থামাতে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। পরে আতাউর ক্ষিপ্ত হয়ে শফিকুলকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে গুরুতর অবস্থায় শফিকুলকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ আতাউরকে আটক করেছে। আতাউরের বাড়ি গাইবান্ধা জেলায়।  

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব এ খুদা বাংলানিউজকে বলেন, বিকেলে হাসপাতাল থেকে শফিকুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আতাউরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১ 
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।